কর্নাটক: কোয়ারেন্টিন বিধি লঙ্ঘনের অভিযোগে কেন্দ্রীয় মন্ত্রী সদানন্দ গৌড়াকে মন্ত্রিসভা থেকে সরানোর দাবি কংগ্রেস নেতা শক্তিসিং গোহিলের
Continues below advertisement
কর্নাটক সরকারের কোয়ারেন্টিন বিধি লঙ্ঘন করেছেন কেন্দ্রীয় মন্ত্রী সদানন্দ গৌড়া। এই অভিযোগ তুলে, তাঁকে মন্ত্রিসভা থেকে সরানোর দাবি তুললেন কংগ্রেস নেতা শক্তিসিং গোহিল। একটি ভিডিও বার্তায় তিনি দাবি করেছেন, সোমবার দিল্লি থেকে ব্যাঙ্গালোরে আসেন কেন্দ্রীয় মন্ত্রী সদানন্দ গৌড়া। কিন্তু, নিয়ম অনুযায়ী সাতদিন কোয়ারেন্টিনে থাকার বদলে তিনি সোজা নিজের বাড়িতে চলে যান। সদানন্দ গৌড়ার পাল্টা দাবি, দায়িত্বশীল পদে আসীনদের জন্য কোয়ারেন্টিন বিধিতে কিছু ছাড় রয়েছে।
Continues below advertisement
Tags :
Sadanand Gowda Minister Flouts Quarantine Rule Karnataka Corona Karnataka Minister ABP Live Abp Ananda