রিয়া চক্রবর্তী আজ যাবেন জেলে, গ্রেফতারি পর রিয়ার প্রথম রাত কাটল কীভাবে?
সুশান্ত মৃত্যু মামলায় মাদক-যোগে গ্রেফতারির পর রিয়ার প্রথম রাত কাটল এনসিবির লক আপে। ১২টা নাগাদ ভাই শৌভিকের সঙ্গে রাতের খাবার খান তিনি। আজ সকাল থেকে শুরু হয়েছে জেল যাত্রার প্রস্তুতি। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ৮৭ দিনের মাথায় গতকাল মাদক-যোগে এনসিবির হাতে গ্রেফতার হন রিয়া। জামিনের আবেদন খারিজ হয়। এনসিবি হেফাজতে না চাওয়ায় ১৪ দিন জেল হেফাজতে থাকবেন সুশান্তের বান্ধবী।
Tags :
Rhea In NCB Custody NCB Arrested Rhea Rhea Chakraborty Arrested ABP Ananda LIVE Abp Ananda Sushant Singh Rajput Death NCB