আজ ফের সিবিআইয়ের জেরার মুখে রিয়া, প্রয়াত ‘ব্ল্যাক প্যান্থার’ খ্যাত অভিনেতা চ্যাডউইক বোসম্যান

Continues below advertisement
আজ ফের সিবিআইয়ের মুখোমুখি রিয়া চক্রবর্তী। জিজ্ঞাসাবাদ সুশান্তের হাউস ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা, রুমমেট সিদ্ধার্থ পিঠানি এবং দুই পরিচারক নীরজ ও কেশবও। কোলন ক্যান্সারে প্রয়াত ‘ব্ল্যাক প্যান্থার’ খ্যাত অভিনেতা চ্যাডউইক বোসম্যান। আবার একসঙ্গে ছবি করবেন শাহরুখ-আলিয়া? মুক্তির অপেক্ষায় নতুন ওয়েব সিরিজ ‘বিচ্ছু কা খেল’।  প্রকাশ্যে এল পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ছবি ‘তিকি-তাকা’-র মোশান পোস্টার। বিনোদন দুনিয়ার আরও হাঁড়ির খবর জানতে চোখ রাখা যাক ফিল্মি ফটাফটে।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram