বিরোধীদের সাসপেনশন প্রত্যাহারের দাবি প্রত্যাখ্যান নাইডুর, অধিবেশন বয়কট কংগ্রেসের
কৃষি বিল নিয়ে রাজ্যসভায় হট্টগোলের ঘটনায় আট বিরোধী সাংসদের সাসপেনশন প্রত্যাহার করা হবে না। জানান রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু। সাসপেনশন প্রত্যাহার না করায়, চলতি অধিবেশন বয়কটের সিদ্ধান্ত কংগ্রেসের। পাশাপাশি, কৃষক স্বার্থরক্ষায় আরও একটি বিল আনার দাবি। অন্যদিকে, রবিবারের ঘটনায় সাংসদদের বিরুদ্ধে অভব্য আচরণের অভিযোগে রাষ্ট্রপতিকে চিঠি ডেপুটি চেয়ারম্যানের।
Tags :
Suspension Of MP House Session Rajya Sabha MP Farmers Bill ABP Ananda LIVE Abp Ananda Congress