ইতিমধ্যেই লালারস পরীক্ষা হয়েছে, কিছুক্ষণের মধ্যেই আসবে সঞ্জয় দত্তের করোনা টেস্টের রিপোর্ট
শ্বাসকষ্ট নিয়ে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি অভিনেতা সঞ্জয় দত্ত। র্যাপিড টেস্টে তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ, জানা গেছে সূত্রের মারফত। কোভিড ওয়ার্ডে ভর্তি নন অভিনেতা।
Tags :
Sanjay Dutt In Hospital Leelavati Hospital ABP News Live Bengali ABP Ananda LIVE Mumbai Sanjay Dutt Abp Ananda