ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে বাঁচান, প্রধানমন্ত্রীর কাছে আবেদন অধীরের
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসঙ্গে কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরী জানান, সবথেকে বড় ক্ষতি হয়েছে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে। পদক্ষেপ না নিলে এই ক্ষেত্রেই সবথেকে বেশি বেকারত্ব দেখা দেবে। এক্ষেত্রে আর্থিক সহযোগিতার কথার পক্ষেও সওয়াল করেন অধীর। তাঁর মন্তব্য, এই অবস্থায় রেশন মানুষকে বাঁচাতে পারে। কিন্তু সেখানেও পর্যাপ্ত খাবার পাচ্ছেন না মানুষ।