স্থায়ী আমানতে সুদের হার কমাল এসবিআই, প্রভাব পড়বে বয়স্কদের জীবনে, মত অর্থনীতিবিদ অভিরূপ সরকারের

Continues below advertisement
ফের ফিক্স ডিপোজিটে সুদের হার কমাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ২ কোটি টাকার কম আমানতে কমছে সুদের হার। ১ থেকে ১০ বছরের মধ্যে ফিক্স ডিপোডিটে সুদের হার ৬.২৫ শতাংশ থেকে কমে হচ্ছে ৬.১০ শতাংশ। ৭ দিন থেকে ৪৫ দিন এবং ৪৬ দিন থেকে একশ উনআশি দিনের মধ্যে আমানতের ক্ষেত্রে সুদ মিলবে ৪.৫০ শতাংশ ও ৫.৫০ শতাংশ। ১৮০ দিন থেকে ১ বছরের কম আমানতে সুদ পাওয়া যাবে ৫.৮০ শতাংশ। প্রবীণ নাগরিকরা অবশ্য কিছুটা বেশি হারে সুদ পাবেন। ১০ জানুয়ারি থেকে নতুন সুদের হার কার্যকর করেছে এসবিআই।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram