স্থায়ী আমানতে সুদের হার কমাল এসবিআই, প্রভাব পড়বে বয়স্কদের জীবনে, মত অর্থনীতিবিদ অভিরূপ সরকারের
Continues below advertisement
ফের ফিক্স ডিপোজিটে সুদের হার কমাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ২ কোটি টাকার কম আমানতে কমছে সুদের হার। ১ থেকে ১০ বছরের মধ্যে ফিক্স ডিপোডিটে সুদের হার ৬.২৫ শতাংশ থেকে কমে হচ্ছে ৬.১০ শতাংশ। ৭ দিন থেকে ৪৫ দিন এবং ৪৬ দিন থেকে একশ উনআশি দিনের মধ্যে আমানতের ক্ষেত্রে সুদ মিলবে ৪.৫০ শতাংশ ও ৫.৫০ শতাংশ। ১৮০ দিন থেকে ১ বছরের কম আমানতে সুদ পাওয়া যাবে ৫.৮০ শতাংশ। প্রবীণ নাগরিকরা অবশ্য কিছুটা বেশি হারে সুদ পাবেন। ১০ জানুয়ারি থেকে নতুন সুদের হার কার্যকর করেছে এসবিআই।
Continues below advertisement
Tags :
Cuts Interest Rate SBI Cuts Interest Rates Fixed Term Deposit 15 Bps State Bank Of India SBI Abp Ananda