লকডাউনে এক মাসেই ২ বার, ফের ফিক্সড ডিপোজিটে সুদের হার কমাল এসবিআই
Continues below advertisement
মধ্যবিত্তদের কপালে চিন্তার ভাঁজ। ফিক্সড ডিপোজিটে ফের সুদের হার কমাল এসবিআই। লকডাউনের মধ্যে এক মাসে দু’বার কমল এসবিআইয়ের এফডির সুদ। সর্বনিম্ন সুদের হার কমে দাঁড়াল ৩ শতাংশেরও নীচে! ৭ থেকে ৪৫ দিন পর্যন্ত ফিক্সড ডিপোজিটে সুদের হার কমে হল ২.৯ শতাংশ। সব ধরনের এফডির ক্ষেত্রে সুদের হার কমল দশমিক ৪ শতাংশ। প্রবীণদের ক্ষেত্রে ফিক্সড ডিপোজিটে ৭ থেকে ৪৫দিন পর্যন্ত সুদের হার হল ৩.৪ শতাংশ।
Continues below advertisement
Tags :
Economy In India Interest Rate Of SBI SBI Rate Indian Economy State Bank Of India Coronavirus In India SBI Abp Ananda Lockdown