দেশে আক্রান্ত ৪৪২১, 'বাড়ানো হোক লকডাউনের মেয়াদ', আর্জি একাধিক রাজ্যের, বিবেচনায় কেন্দ্র

‘বাড়ানো হোক লকডাউনের মেয়াদ। কেন্দ্রীয় সরকারকে আর্জি একাধিক রাজ্যের।’ সরকারি সূত্রকে উদ্ধৃত করে দাবি এএনআইয়ের। ‘লকডাউনের মেয়াদবৃদ্ধি চান বিশেষজ্ঞদের একাংশও। লকডাউনের মেয়াদবৃদ্ধির দাবি নিয়ে চিন্তাভাবনা কেন্দ্রের।’ সরকারি সূত্রকে উদ্ধৃত করে দাবি এএনআইয়ের। দেশে এখনও পর্যন্ত ৪ হাজার ৪২১ জন করোনা আক্রান্তের হদিশ মিলেছে। মৃত্যু হয়েছে ১১৪ জনের। তবে আশার কথা, এর মধ্যে ৩২৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। দেশে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত মহারাষ্ট্রে|

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola