লকডাউন মানছে না এমন সব রাজ্যের নিয়মিত খোঁজ রাখা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রক
Continues below advertisement
যেসব রাজ্যে লকডাউনের বিধিনিষেধ মেনে চলা হচ্ছে না, সেসব রাজ্যের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে কেন্দ্র সরকার, জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। কেন এই বিধিভঙ্গ, তা খতিয়ে দেখতে রাজ্যে আসবে কেন্দ্রীয় প্রতিনিধি দল। পাশাপাশি মাস্ক ও স্যানিটাইজারকে আনা হল অপরিহার্য দ্রব্যাদির আওতায়, জানাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।
Continues below advertisement
Tags :
A Group Of Representatives Corona In West Bengal Health Ministry Corona Virus Bengal Fights Corona Corona In Bengal Corona Center MHA Abp Ananda India West Bengal Covid-19