‘পাস তো হল, মোদিজী এই বিল কার্যকর করবেন কীভাবে?’, কৃষি বিল পাসের বিরোধিতায় রণদীপ সুরজেওয়ালা
Continues below advertisement
রাজ্যসভায় ধ্বনিভোটে পাস হয়ে গেল কৃষি বিল। লোকসভায় পাস হওয়ার পর আজ রাজ্যসভায় পেশ করা হয় কৃষি বিল। বিল পাসের পর জে পি নাড্ডা বলেন, আজ রাজ্যসভায় বিরোধীরা যা করেছে তা প্রজাতন্ত্র বিরোধী। অন্যদিকে কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলেন, বিল পাস তো হয়ে গেল, মোদিজী এই বিল কার্যকর করবেন কীভাবে?
Continues below advertisement
Tags :
Agriculture Bill Opponents Randeep Surjewala ABP Ananda LIVE Rajya Sabha Abp Ananda BJP Congress