কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছিল সুশান্ত, এবিপি আনন্দকে জানালেন বন্ধু সিদ্ধার্থ পিঠানি
"জানুয়ারিতে ডেকে পাঠিয়েছিল সুশান্ত, সেই সময় কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছিল। যখন সুশান্তের শরীর অত্যন্ত খারাপ হয়ে পড়ে। ওর পরিবার, বন্ধুবান্ধবরাই ওর দেখাশুনা করত। রিয়া ভুল ওষুধ দিত কিনা আমার জানা নেই, তবে আমার আস্থা আছে বিহার এবং মুম্বই পুলিশের ওপর।" এবিপি আনন্দকে জানালেন সুশান্তের বন্ধু সিদ্ধার্থ।
Tags :
Rhea Chakraborty Hearing Sushant Singh Rajput Case Abp Ananda Supreme Court Siddharth Pithani