কীভাবে কেটেছিল সুশান্তের প্রাক্তন ম্যানেজার দিশার শেষ কয়েক ঘণ্টা? দেখুন নাট্যরূপ
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে ফের গোয়েন্দাদের নজরে তাঁর প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যুর ঘটনা। সুশান্তের মৃত্যুর কয়েকদিন আগেই বহুতল থেকে পড়ে মৃত্যু হয় দিশার। কীভাবে কেটেছিল তাঁর জীবনের শেষ কয়েক ঘণ্টা? বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যের মাধ্যমে তার নাট্যরূপান্তর করেছি আমরা।
Tags :
Disha Salian Death ABP News Live Bengali ABP Ananda LIVE Investigation Abp Ananda Disha Salian Sushant Singh Rajput Sushant Singh Rajput Death