বিহারের মসনদে ফের নীতীশ; অসন্তুষ্ট নন সুশীল মোদি, তাঁকে অন্য কোনও দায়িত্ব দেওয়া হবে, বললেন ফড়নবীশ

বিহারে মুখ্য়মন্ত্রী পদে ফের শপথ নিলেন নীতিশ কুমার। শপথ গ্রহণ অনুষ্ঠানে ছিলেন অমিত শাহ। জেপি নাড্ডা। নিতীশের সঙ্গে উপমুখ্য়মন্ত্রী পদে শপথ নিয়েছেন রেনু দেবী ও তারকিশোর প্রসাদ। শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট আরজেডির। তবে এবার আর নিতীশ কুমারের ডেপুটি করা হয়নি সুশীল মোদিকে। এই সিদ্ধান্ত জানার পরই সুশীল মোদি টুইট করে বলেন, 'বিজেপি এবং সঙ্ঘ পরিবার আমার ৪০ বছরের রাজনৈতিক জীবনে এত কিছু দিয়েছে, যা আর কারও ভাগ্যে জোটেনি। আমাকে ভবিষ্যতে যে দায়িত্ব দেওয়া হবে, তা পালন করব। দলের কর্মীদের পদ আমার কাছ কেউ ছিনিয়ে নিতে পারবে না। এই প্রেক্ষাপটে জল্পনা শুরু হয়েছে সুশীল মোদিকে কেন্দ্রীয় মন্ত্রীর পদ দেওয়া হতে পারে? এই বিষয়ে বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবীশ বলেন, 'সুশীল মোদি মোটেও নারাজ নন। তিনি আমাদের দলের সম্পদ। তাঁকে কোনও নতুন পদের দায়িত্ব দেওয়া হবে।'

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola