'বিরাটকে ছাড়াই টেস্ট জয় আত্মবিশ্বাস জোগাবে', মনে করেন কপিল দেব
Continues below advertisement
বক্সিং ডে টেস্টে ৮ উইকেটে মেলবোর্নে সিরিজের দ্বিতীয় টেস্ট জিতে নিল ভারত। বিরাট, ইশান্ত, সামিকে ছাড়াই চতুর্থ দিনে অস্ট্রেলিয়াকে আট উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফেরাল টিম ইন্ডিয়া। ভারতের এই জয় প্রসঙ্গে প্রাক্তন ভারত অধিনায়ক কপিল দেব বলেন, 'বিরাট কোহলিকে ছাড়াই এই জয় দলকে আত্মবিশ্বাস দেবে।' নিজেদের প্রথম টেস্টে শুভমান গিল ও মহম্মদ সিরাজের দুর্দান্ত পারফরম্যান্স প্রাক্তন বিশ্বজয়ী অধিনায়কের মন কেড়েছে। তিনি বলেন, 'রোহিত শর্মা এলে আরও শক্তিশালী হবে এই দল।'
Continues below advertisement
Tags :
Cricket Score Boxing Day Test ABP Ananda LIVE Cricket News India Vs Australia Abp Ananda IND Vs AUS