‘কাজ হারানো অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের নগদ দিয়ে সাহায্য করা হোক’, রাজ্যসভায় দাবি ডেরেক ও’ব্রায়েনের
সামনেই উৎসবের মরসুম। কিন্তু করোনা আবহে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের হাতে কাজ নেই। তাঁদের নগদ দিয়ে সাহায্য করা হোক। রাজ্যসভায় দাবি তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনের।
Tags :
TMC MP Derek O’Brien Unemployed Workers Financial Help ABP Ananda LIVE Rajya Sabha Abp Ananda