TOP 10 searched People in Google In India: ভারতে Google-সার্চের নিরিখে ২০২০- তে এগিয়ে কে? জেনে নিন সার্চ লিস্টের TOP 10

Continues below advertisement
সুশান্ত সিং রাজপুত, রিয়া চক্রবর্তী, জো বাইডেন - ২০২০-তে ভারতে সবথেকে বেশি Google-এ সার্চ হয়েছে জো বাইডেন (Joe Biden) সম্পর্কে। অক্টোবর অবধি হয়তো ভারতের অধিকাংশ মানুষই সচেতন ছিলেন না বাইডেনকে নিয়ে। কিন্তু এরপর White House-র টক্করে Donald Trump-কে পিছনে ফেলতেই ভারতের সার্চ লিস্টে সবার ওপরে উঠে যায় জো বাইডেনের নাম। এরপর তালিকায় আছেন সাংবাদিক অর্ণব গোস্বামী (Arnab Goswami)। সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যু সংক্রান্ত কভারেজের পরই অর্ণবকে নিয়ে নেটিজেনদের সার্চ করা বাড়ে। তবে গ্রেফতার হওয়ার পর থেকে সার্চ আরও বেড়ে যায় তাঁকে নিয়ে।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram