Republic Day Tractor Rally: ট্র্যাক্টরে ছয়লাপ রাজধানীর রাস্তা, পুলিশের দিকে পাথরবৃষ্টি করে এগোনোর চেষ্টা বিক্ষোভকারীদের
Continues below advertisement
কৃষি আইনের প্রতিবাদে আজ কৃষকদের ট্র্যাক্টর মিছিল (Tractor Rally)। যে রুট মিছিলের জন্য তৈরি ছিল, তা পাল্টে অন্য রুটে গাজিপুরের দিক থেকে ব্যারিকেড ভেঙে দিল্লি ঢুকেছেন ডান্ডা হাতে কৃষকরা। পুলিশের দিকে লাগাতার পাথর ছুঁড়ছেন, চেষ্টা করছেন এগিয়ে যাওয়ার। অন্যদিকে দিল্লির রাস্তা জুড়ে শুধুই ট্র্যাক্টর, হঠে গিয়েছে পুলিশ। গাজিয়াবাদ সীমানায় উত্তেজনা। দিল্লি পুলিশের এক কর্তা জানান, "কৃষক নেতাদের সঙ্গে কথাবার্তা চলছে। শান্তভাবে আন্দোলন করার কথা বলা হয়েছে। অনিচ্ছাকৃত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সবাই মিলে পরিস্থিতির মোকাবিলা করতে হবে। আমরা আমাদের কাজ করছি।"
Continues below advertisement
Tags :
Tractor Rally In Delhi Tractor Rally 2021 Khabar Bangla News Live News Bangla Khobor Bangla Ajker Khobor Ajker Bangla Khabar Bangla Khabar Bangla News Live Bengali News Bengali News Live ABP Ananda Digital ABP Ananda LIVE ABP Ananda Bengali News Farmers Abp Ananda Delhi Republic Day Farm Law Farmers Protest