১ জুন থেকে চলবে ট্রেন, কাউন্টারেও টিকিট পাওয়া যাবে
Continues below advertisement
১ জুন থেকে চলবে ট্রেন, কাউন্টারেও টিকিট পাওয়া যাবে। ৬ জোড়া দূরপাল্লার ট্রেন চালাবে পূর্ব রেল। এই ট্রেনগুলি হল, শিয়ালদা-পুরী দুরন্ত এক্সপ্রেস, কলকাতা-অমৃতসর, শিয়ালদা-নিউ আলিপুরদুয়ার, হাওড়া-যোধপুর, হাওড়া-নিউ দিল্লি ভায়া পটনা স্পেশাল ট্রেন, হাওড়া-নিউ দিল্লি ভায়া ধানবাদ স্পেশাল ট্রেন। আইআরসিটিসি ছাড়াও স্টেশনের কাউন্টারে টিকিট। দক্ষিণ-পূর্ব রেলের টিকিট পাওয়া যাবে কিছু স্টেশনে।
Continues below advertisement
Tags :
Counter Ticket IRCTC Online Booking New Railway Regulation IRCTC Website ABP Live Train Service Abp Ananda