করোনা মোকাবিলায় এবার কেন্দ্রের নতুন ঘোষণা ‘আনলক ওয়ান’
Continues below advertisement
শেষ হচ্ছে চতুর্থ দফার লকডাউনের মেয়াদ। করোনা মোকাবিলায় এবার কেন্দ্রের নতুন ঘোষণা ‘আনলক ওয়ান’। তবে কনটেনমেন্ট এলাকায় ৩০ জুন পর্যন্ত জারি থাকবে চতুর্থ দফার লকডাউনের সব বিধি-নিষেধ। মাত্র চার ঘণ্টার নোটিসে গোটা দেশে লকডাউন ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু লকডাউন তোলার ক্ষেত্রে যে ধাপে ধাপে পদক্ষেপ করা হবে, তা আগেই জানিয়েছিলেন নরেন্দ্র মোদি। সেই প্রেক্ষাপটেই এবার লকডাউন তোলার প্রক্রিয়া শুরু করে দিল কেন্দ্রীয় সরকার। সেই প্রক্রিয়ারই নাম দেওয়া হয়েছে আনলক। যাকে তিনটি দফায় ভাগ করা হয়েছে।
Continues below advertisement
Tags :
Lockdown Extended In India Lockdown 5.0 Unlock 1.0 Lockdown In India Coronavirus News Abp Ananda Coronavirus Update