উত্তরপ্রদেশ 'গণ ধর্ষণ': ২ সপ্তাহ ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন নির্যাতিতা, অথচ মেডিক্যাল পরীক্ষায় না কি ধর্ষণের প্রমাণই পাওয়া যায়নি!

Continues below advertisement

লড়াই শেষ! প্রাণও শেষ। উত্তরপ্রদেশে নির্যাতিতার মৃত্যু। ফের একবার ধর্ষণের জেরে শেষ হয়ে গেল আরও এক ভারত-তনয়ার প্রাণ! চরম সমালোচনার মুখে উত্তরপ্রদেশের বিজেপি সরকার।

"১৫ দিনের লড়াই শেষ! উত্তরপ্রদেশে আরও এক নির্যাতিতার মৃত্যু। উচ্চবর্ণের ৪ ব্যক্তির বিরুদ্ধে এক দলিত সম্প্রদায়ের তরুণীকে গণধর্ষণের অভিযোগ ওঠে। শেষ অবধি দিল্লির সফদরজং হাসপাতালে মৃত্যু হল তাঁর। এই নৃশংস ঘটনা মনে করিয়ে দিয়েছে দিল্লির নির্ভয়াকাণ্ডকে!
কারণ, এক্ষেত্রেও গণধর্ষণের পর তরুণীর ওপর নির্মম অত্যাচার চালানো হয়! অভিযোগ, 
ধর্ষণে বাধা দেওয়ায় প্রচণ্ড মারধর করা হয় তাঁকে।  গোটা শরীর ক্ষতবিক্ষত ছিল। ধর্ষণের পর শ্বাসরোধ করে খুনের চেষ্টাও করা হয়। শিরদাঁড়া ও ঘাড় মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়। উত্তরপ্রদেশের হাথরসের এই ঘটনার পর বিরোধীদের দাবি, এই ঘটনা ফের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, যোগী সরকারের আমলে নারীরা একদমই সুরক্ষিত নয়!
এই ঘটনায় ৪ অভিযুক্তকে গ্রেফতার করা হলেও, নির্যাতিতার পরিবারের দাবি, শুরুতে একদমই সহযোগিতা করেনি পুলিশ। অসাড় ছিল দুই পা এবং একটি হাত।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram