কীভাবে এনকাউন্টারে খতম হল গ্যাংস্টার বিকাশ?
পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত গ্যাংস্টার বিকাশ দুবে। আজ সকালে উজ্জয়িনী থেকে আনার পথে কানপুরের কাছে ভৌতিতে কনভয়ে থাকা বিকাশের গাড়ি উল্টে যায়। উত্তরপ্রদেশের পুলিশ সূত্রে দাবি, গাড়ি উল্টে যাওয়ার পর বিকাশ এক এসটিএফ কর্মীর পিস্তল ছিনিয়ে নিয়ে পালাতে চেষ্টা করে। পুলিশ ঘিরে ধরে তাকে। পুলিশ সূত্রে দাবি, বিকাশকে আত্মসমর্পণ করতে বলা হয়। আজ সকাল সাড়ে ৬টা নাগাদ ওই সংঘর্ষের ঘটনা ঘটে। জখম হয়েছেন এসটিএফের ২ কর্মীও।
Tags :
ABP News Live Bengali ABP Ananda LIVE Abp Ananda Vikas Dubey Kanpur Vikas Dubey News Vikas Dubey Dead Vikas Dubey Latest News Vikas Dubey Encounter Vikas Dubey Latest