সিএএ-বিরোধী আন্দোলন ঘিরে আজও উত্তপ্ত রাজধানী, মৌজপুরে পাথরবৃষ্টি, গাড়িতে আগুন
Continues below advertisement
CAA-আন্দোলন ঘিরে সকাল থেকে ফের উত্তপ্ত রাজধানী। দিল্লির মৌজপুরে পাথরবৃষ্টি, দুটি গাড়িতে আগুন। মুখ ঢেকে পাথর ছুড়তে দেখা যায় কয়েকজনকে। অশান্তির আশঙ্কায় আজও বন্ধ রাখা হয়েছে জাফরাবাদ, মৌজপুর-বাবরপুর, গোকুলপুরী, জহরি এনক্লেভ ও শিব বিহার - এই ৫টি মেট্রো স্টেশন। উত্তর-পূর্ব দিল্লির ১০টি জায়গায় ১৪৪ ধারা জারি রয়েছে। CAA বিরোধী এবং CAA-এর সমর্থনকারীদের মধ্যে সংঘর্ষের জেরে গতকাল দিল্লিতে এক পুলিশ কর্মী সহ ৫ জনের মৃত্যু হয়। এদের মধ্যে ৩ জন সাধারণ নাগরিক।
Continues below advertisement