একদিনে গ্যাস লিক করে দু-দুটি বিপর্যয়ের সাক্ষী থাকল দেশ, পরপর এই ঘটনা দুঃস্বপ্নের স্মৃতি উস্কে দিয়েছে হলদিয়াবাসীর মনেও
Continues below advertisement
অন্ধ্রপ্রদেশের ভাইজাগের পর ছত্তীসগঢ়ের রায়গড়। একদিনে গ্যাস লিক করে দু-দুটি বিপর্যয়ের সাক্ষী থাকল দেশ। পরপর এই ঘটনা দুঃস্বপ্নের স্মৃতি উস্কে দিয়েছে হলদিয়াবাসীর মনেও। এই প্রেক্ষাপটেই বিশেষজ্ঞদের বক্তব্য, দেশের স্বার্থে শিল্পের অগ্রগতি অবশ্যই জরুরি। তবে, সুরক্ষার দিকটিও মাথায় রাখা দরকার।
Continues below advertisement
Tags :
Vizag Gas Tragedy Visakhapatnam Gas Leak Vizag Gas Leak Live Updates VIZAG GAS LEAK ABP Live Haldia Abp Ananda Visakhapatnam