জিটিএ করে কিছুই হয়নি, অবিলম্বে এর স্থায়ী সমাধান চাই, কেন্দ্রের ডাকা বৈঠকে দাবি গুরুংপন্থী নেতাদের
Continues below advertisement
জিটিএ করে কিছুই হয়নি, অবিলম্বে এর স্থায়ী সমাধান চাই। কেন্দ্রের ডাকা বৈঠকে বুধবার এই দাবি করেছে গুরুং-পন্থী গোর্খা জনমুক্তি মোর্চার ৫ প্রতিনিধি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ডাকে এই বৈঠক এদিন সকাল ১১টা থেকে শুরু হয়েছিল। পূর্ব ঘোষণামতো ছিলেন না রাজ্যের কোনও প্রতিনিধি। পাহাড় নিয়ে কেন্দ্রের ডাকা বৈঠকে প্রথমে গোর্খাল্যান্ড শব্দটি থাকায় বিতর্ক তৈরি হয়েছিল। পরে সেটা সংশোধন করে নেওয়া হয়। এদিন বৈঠক সেরে বেরিয়ে গুরুং-পন্থী এক নেতা বলেন, "স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে আমাদের প্রশ্ন করা হয়েছিল জিটিএ কেন ব্যর্থ। আমাদের তরফে সেই খতিয়ান তুলে ধরা হয়েছে।"
Continues below advertisement