কী রয়েছে মৃত্যুর আগে সুশান্তের প্রাক্তন ম্যানেজারের তোলা শেষ ভিডিওয়?
Continues below advertisement
সুশান্ত ও ম্যানেজার দিশার পরপর মৃত্যুতে জল্পনা। এবিপি আনন্দের হাতে দিশার শেষ ভিডিও। মৃত্যুর রাতেই এই ভিডিওটি শ্যুট করেন দিশা। বন্ধুদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিও পোস্ট করেন তিনি। মৃত্যুর আগে হাসিখুশি ছিলেন দিশা। ৮ জুন মুম্বইয়ের মালাডে আবাসনের ১৫ তলা থেকে পড়ে মৃত্যু হয় দিশার। সেই সময় পার্টি করছিলেন দিশা। ১৪ জুন উদ্ধার হয় সুশান্ত সিং রাজপুতের দেহ।
Continues below advertisement
Tags :
Whatsapp Video Disha Salwan Video Malad ABP Live Abp Ananda Disha Salian Sushant Singh Rajput