তামিল হিন্দুদের সরকার কেন নাগরিকত্ব দিচ্ছে না? অন্য দেশ থেকে আসা খ্রিস্টানরাই বা বাদ কেন? প্রশ্ন তুললেন সিব্বল
Continues below advertisement
নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন। সুপ্রিম কোর্টে আবেদন ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের। ‘বিলকে আইনে পরিণত হতে দেবেন না’, এই মর্মে সর্বোচ্চ আদালতে আর্জি আইইউএমএল-এর। আইইউএমএল-এর হয়ে লড়তে পারেন কবিল সিব্বল। এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে, সিব্বল প্রশ্ন তোলেন, তামিল হিন্দুদের সরকার কেন নাগরিকত্ব দিচ্ছে না? অন্য দেশ থেকে আসা খ্রিস্টানরাই বা বাদ কেন?
Continues below advertisement