ন্যাশনাল পপুলেশন রেজিস্টারেও ‘না’ রাজ্যের, এনপিআর স্থগিত রাখার সিদ্ধান্ত রাজ্য সরকারের
এনআরসি, সিএএ-র পর এবার এনপিআর-এ ‘না’। এনপিআর বা ন্যাশনাল পপুলেশন রেজিস্টারেও ‘না’ রাজ্যের। ন্যাশনাল পপুলেশন রেজিস্টারের কাজ আপাতত স্থগিত। আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত রাজ্য সরকারের। নির্দেশিকা জারি করল স্বরাষ্ট্র দফতর। জেলায় জেলায় আধিকারিকদের প্রশিক্ষণ বন্ধ রাখার সিদ্ধান্ত