NationalSports Bill:লোকসভায় পাস জাতীয় ক্রীড়া বিল,ক্রীড়া প্রশাসনের পদে ফিরতে পারবেন রাজনৈতিক নেতারা
ABP Ananda Live: লোকসভায় পাস জাতীয় ক্রীড়া বিল। ক্রীড়া প্রশাসনের পদে ফিরতে পারবেন রাজনৈতিক নেতারা, সংস্থান নতুন বিলে। 'একটি সংস্থায় প্রশাসনিক পদে সর্বোচ্চ ১২ বছর থাকা যাবে'। '৪ বছর কুলিং অফ পিরিয়ড শেষে ফের সংস্থায় ফিরতে পারেন কর্তারা'। প্রশাসনিক পদে বয়সের ঊর্ধ্বসীমা ৭০ থেকে বাড়িয়ে ৭৫ বছর, উল্লেখ বিলে। স্বাধীনতার পর ক্রীড়াক্ষেত্রে সবচেয়ে বড় সংস্কার, মন্তব্য ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্যর। লোকসভায় পাস হল ডোপিং বিরোধী (সংশোধনী) বিলও।
‘লোকসভা ভেঙে দিয়ে গোটা দেশে SIR করুন, নতুন করে নির্বাচন হোক’, বিজেপি-কে চ্যালেঞ্জ অভিষেকের
ভোটার তালিকায় বিশেষ সংশোধন ঘিরে উত্তাল গোটা দেশ। কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে 'ভোট চুরি'র অভিযোগে রাস্তায় নেমেছেন বিরোধীরা। সেই আবহে বর্তমান লোকসভা ভেঙে দেওয়ার দাবি তুললেন, তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকায় বিশেষ সংশোধন করতে হলে, গোটা দেশেই তা করা হোক, নতুন করে লোকসভা নির্বাচনও হোক বলে দাবি তুললেন তিনি। (Special Invasive Revision/SIR)বিজেপি-কে সুবিধা করে দিতে নির্বাচন কমিশনও 'ভোট চুরি'তে শামিল বলে অভিযোগ তুলছেন বিরোধীরা। সেই নিয়ে উত্তাল রাজধানী দিল্লির পরিস্থিতি। সেই আবহেই নতুন করে লোকসভা নির্বাচনের দাবি তুললেন অভিষেক। তাঁর বক্তব্য, "গোটা দেশে SIR হোক। ভোঙে দেওয়া হোক লোকসভা। বিজেপি শুরু করুক। আমরা সবাই পদত্যাগ করব। কোনও অসুবিধা নেই।"