NEET Exam News: নিট প্রশ্নফাঁসকাণ্ডে উত্তর-বিতর্ক, দুটি সম্ভাব্য জবাব নিয়ে সওয়াল-জবাব সুপ্রিম কোর্টে

Continues below advertisement

নিট প্রশ্নফাঁসকাণ্ডে উত্তর-বিতর্ক। একটি প্রশ্নের দুটি সম্ভাব্য জবাব নিয়ে সওয়াল-জবাব সুপ্রিম কোর্টে। 'যে সব পড়ুয়া একটি প্রশ্নের জবাব দিয়েছেন, তাঁরা পেয়েছেন ৪ নম্বর। অথচ যাঁরা ভুল বলে ছেড়ে দিয়েছেন, তাঁরা শূন্য নম্বর পেয়েছে। 'এর ফলে বদলে গিয়েছে র‍্যাঙ্কিং', দাবি অভিযোগকারীদের। সঠিক উত্তর পেতে আইআইটি দিল্লির ডিরেক্টরকে ৩ সদস্যের কমিটি গঠনের নির্দেশ সুপ্রিম কোর্টের। কাল দুপুর ১২টায় আইআইটি-র জবাবের পর ফের শুরু হবে শুনানি।

বাজেট অধিবেশনের প্রথমদিনই লোকসভায় NEET প্রশ্নফাঁস কাণ্ডের আঁচ। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা দাবি বিরোধীদের। মামলা সুপ্রিম কোর্টের বিচারাধীন, বললেন ধর্মেন্দ্র প্রধান। 'NEET কাণ্ডে দেশের পুরো শিক্ষা ব্যবস্থাই প্রশ্নের মুখে। শিক্ষামন্ত্রী নিজেকে বাদ দিয়ে সবাইকে দোষী করছেন', মন্তব্য বিরোধী দলনেতা রাহুল গান্ধীর। 'বিরোধী দলনেতার মন্তব্য দুর্ভাগ্যজনক, দোষীদের গ্রেফতার করা হচ্ছে' , পাল্টা বললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram