NEET Controversy: নিট ও নেট বিতর্কে তোলপাড়ের মধ্যেই নতুন আইন লাগু কেন্দ্রের। ABP Ananda Live

Continues below advertisement

NEET Exam: নিট ও নেট বিতর্কে তোলপাড়ের মধ্যেই নতুন আইন লাগু কেন্দ্রের। কার্যকর পাবলিক এক্সামিনেশন অ্যাক্ট। সরকারি পরীক্ষায় প্রশ্নফাঁস হলে কড়া শাস্তির সংস্থান। জারি গেজেট বিজ্ঞপ্তি। নিট প্রশ্নফাঁস কাণ্ডে নতুন তথ্য। ঝাড়খণ্ডের হাজারিবাগের এক কেন্দ্র থেকে ফাঁস হয়েছিল নিট প্রশ্নপত্র, খবর সূত্রের। পাটনায় উদ্ধার পোড়া প্রশ্নপত্র থেকে মিলেছে এই তথ্য, খবর সূত্রের। ঝাড়খণ্ডে গাড়িতে করে পালানোর সময় কয়েকজন সন্দেহভাজনকে আটক করে রাজ্য পুলিশ। তাদেরকে জিজ্ঞাসাবাদে মিলেছে বেশ কিছু তথ্য, জানিয়েছে ঝাড়খণ্ড পুলিশ। 

কাঠের আসবাব ঠাসা পুরনো বাড়ির তিনতলায় লাগা আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পর পর বিস্ফোরণের শোনা যায়। আগুন নেভানোর কাজ করছে দমকলের ৬টি ইঞ্জিন। বাড়িটিতে প্রায় ২৫টি পরিবার থাকত বলে স্থানীয় সূত্রে খবর। আগুন লাগার পর তাদের বের করে আনা হয়। একটি কেমিক্য়ালের গোডাউনে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান দমকলের। আগুন লাগার সাড়ে তিন ঘণ্টা পরেও বাড়ির ভিতরে ঢুকতে পারেননি দমকল কর্মীরা। বাড়ির জানালা ভেঙে ঢোকার চেষ্টা করছেন তারা। ক্রমাগত বাড়ি থেকে বেরিয়ে আসে নীল রাসায়নিক তরল। ওই তরলের গন্ধে মম করছে এলাকা। ABP Ananda Live  

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram