NEET Scam: গত ২৩ জুন হওয়া নিট পরীক্ষার ফল ঘোষণা করল এনটিএ। ABP Ananda Live

Continues below advertisement

NEET Controversy: গত ২৩ জুন হওয়া নিট পরীক্ষার ফল ঘোষণা করল এনটিএ। ১ হাজার ৫৬৩ জনের জন্য ফের আয়োজিত পরীক্ষার ফল ঘোষণা করল এনটিএ। ১ হাজার ৫৬৩ জনের মধ্যে ফের পরীক্ষায় বসেছিলেন ৮১৩ জন। নিট প্রশ্নফাঁসের পর নতুন করে পরীক্ষা নেওয়া হলে, পরীক্ষায় বসেন মাত্র ৫২ শতাংশ পরীক্ষার্থী। ফলপ্রকাশের পর নতুন করে মেরিট লিস্ট বেরোবে। তারপর ৬ জুলাই থেকে শুরু হবে কাউন্সেলিং। । চোপড়ায় সালিশি সভায় তরুণ-তরুণীকে বেধড়ক মার তৃণমূলকর্মীর। গ্রেফতার তৃণমূল কর্মী। উত্তাল রাজ্য।সন্দেশখালি  হোক বা চোপড়া, রাজ্যে মহিলারা অসুরক্ষিত, পোস্ট নাড্ডার। এবার ঝাড়গ্রামে চোর সন্দেহে দুজনকে গণপিটুনি। রোলারের যন্ত্রাংশ ও স্কুটার চোর সন্দেহে টোটোচালককে মারধর, রবিবার মৃত্যু। গ্রেফতার ২। হাসপাতালে ভর্তি মৃতের বন্ধু। ABP Ananda Live 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram