NEET Scam: পরীক্ষা-মাফিয়ার সঙ্গে সরাসরি যোগ রয়েছে, লালু-পুত্রর PS-এর

Continues below advertisement

বৃহস্পতিবার বিহারের উপ মুখ্য়মন্ত্রী ও বিজেপি নেতা বিজয় সিন্হা সাংবাদিক বৈঠক করে অভিযোগ করেছিলেন, যে পরীক্ষা-মাফিয়ার সঙ্গে সরাসরি যোগ রয়েছে, লালু-পুত্র তেজস্বী যাদবের PS-এর। আর এর চব্বিশ ঘণ্টার মধ্য়ে, RJD সামনে আনল, বিহারেরই আরেক উপমুখ্য়মন্ত্রী সম্রাট চৌধুরীর সঙ্গে ধৃত পরীক্ষা-মাফিয়া, অমিত আনন্দর ছবি! NEET দুর্নীতিতে ধৃতের সঙ্গে লালুপুত্র তেজস্বী যাদবের পার্সোনাল সেক্রেটারির সম্পর্ক রয়েছে বলে চাঞ্চল্য়কর অভিযোগ করেছিলেন বিহারের উপ মুখ্য়মন্ত্রী ও বিজেপি নেতা বিজয় সিন্হা। তারপর ২৪ ঘণ্টাও কাটল না। এবার, বিহার বিজেপিরই হেভিওয়েট নেতা ও উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর সঙ্গে NEET-দুর্নীতির মাস্টারমাইন্ড বলে অভিযুক্ত অমিত আনন্দের ছবি প্রকাশ করল আরজেডি।                                     

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram