NEET Issue Parliament: NEET-NET বিতর্কের আঁচ এবার এসে পড়ল সংসদে, মোদিকে স্লোগান বিরোধীদের
Continues below advertisement
NEET-NET বিতর্কের আঁচ এবার এসে পড়ল সংসদে। নরেন্দ্র মোদির শপথ গ্রহণের সময়, সংবিধান হাতে তুলে বিক্ষোভ দেখালেন বিরোধী সাংসদরা। আর শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের শপথগ্রহণের আগে বিরোধী বেঞ্চ থেকে উঠল স্লোগান। নরেন্দ্র মোদি থেকে থেকে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, সাংসদ হিসাবে শপথগ্রহণের সময় বিরোধী বেঞ্চ থেকে উঠল স্লোগান। সংবিধান হাতে তুলে বিক্ষোভ দেখালেন বিরোধী সাংসদরা। শপথ গ্রহণের জন্য শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নাম ঘোষণা হতেই বিরোধী-বেঞ্চ থেকে NEET...NEET...শেম শেম স্লোগান উঠতে থাকে।
NEET-NET-বিতর্কে এদিন ফের সোশাল মিডিয়া পোস্টে মোদি সরকারকে আক্রমণ করেন রাহুল গান্ধী।
Continues below advertisement