NEET Eaxm Scam: ট্রাঙ্কে করে বিভিন্ন স্কুলে পৌঁছয় নিটের প্রশ্ন, পোড়া প্রশ্নপত্র থেকেই মিলল চাঞ্চল্যকর তথ্য

Continues below advertisement

কীভাবে নিটের প্রশ্ন ফাঁস? সূত্রের খোঁজে এবার তদন্তকারীদের নজরে হাজারিবাগের একটি স্কুল। পোড়া প্রশ্নপত্র থেকেই হাজারিবাগের ওয়েসিস স্কুলের হদিশ। এই ট্রাঙ্কে করেই ক্যুরিয়র সংস্থা বিভিন্ন স্কুলে নিটের প্রশ্ন পাঠিয়েছিল বলে জানা যাচ্ছে। 

অন্যদিকে, নিট- নেটের পর এবার জমমু কাশ্মীরে পুলিশের সাব ইন্সপেক্টর পদের পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ। যতীন যাদব নাম এক অভিযুক্তকে গ্রেফতার করেছে ইডি। ধৃত প্রশ্ন ফাঁস কাণ্ডের মাস্টার মাইন্ড বলে অনুমান তদন্তকারী সংস্থার। ২০২২ সালের ২৭ মার্চ মাসে পুলিশের সাব ইন্সপেক্টর পদে নিয়োগের পরীক্ষা হয়। ইডি সূত্রে দাবি, ১৫ থেকে ৩০ লক্ষ টাকার বিনিময়ে জমমু - কাশ্মীর ও হরিয়ানার একাধিক পড়ুয়ার কাছে প্রশ্ন পৌঁছে দেয় যতীন। পরীক্ষার পরে নগদে বা অ্যাকাউন্টে টাকা দেয় পড়ুয়ারা। অভিযুক্তের প্রায় এক কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। প্রথমে এই কেসের তদন্ত করছিলে সিবিআই। তাদের FIR এবং চার্জশিটের ওপর ভিত্তি করেই তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে ইডি। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram