Supreme Court Of India: গোটা পরীক্ষা বাতিল নয়, NEET পরীক্ষা নিয়ে জানাল সর্বোচ্চ আদালত।

Continues below advertisement

Neet Exam: NEET-এ গ্রেস মার্ক পাওয়া ১ হাজার ৫৬৩ জনের পরীক্ষা বাতিল করল সুপ্রিম কোর্ট। দেওয়া হল ২টি বিকল্প। নতুন করে পরীক্ষা না দিলে বাতিল হবে গ্রেস মার্ক। গোটা পরীক্ষা বাতিল নয়, কাউন্সেলিং চলবে, জানাল সর্বোচ্চ আদালত। দুর্নীতি হয়নি, বেনিয়ম হলে দোষীদের রেয়াত নয়, হুঁশিয়ারি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর। পরবর্তী শুনানি ৮ জুলাই।  ডাক্তারিতে ভর্তির অভিন্ন প্রবেশিকায় বাতিল হল বাড়তি নম্বর! গ্রেস মার্কস পাওয়া পরীক্ষার্থীদের পরীক্ষা বাতিল করল সুপ্রিম কোর্টের অবসরকালীন বেঞ্চ। ওই সব পরীক্ষার্থীদের ফের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করছে National Testing Agency বা NTA. গত ৪ জুন, লোকসভা ভোটের ফল প্রকাশের দিন NEET-এর ফল প্রকাশ করে পরীক্ষা নিয়ামক সংস্থা NTA দেখা যায়, পরীক্ষার্থীদের ৬৭ জন ৭২০-র মধ্যে ৭২০ পেয়ে প্রথম স্থানে তাঁদের মধ্যে ৬ জন একই কেন্দ্রে প্রবেশিকা দিয়েছিলেন।  এই ফল নিয়ে শুরু থেকেই দেখা দেয় বিতর্ক। ABP Ananda live 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram