Neet Scam: 'গোটা বিষয়টি ৪০ লক্ষ টাকায় রফা হয়েছিল', চাঞ্চল্যকর স্বীকারোক্তি অখিলেশ কুমারের | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: নিটকাণ্ডে নতুন তথ্য, ধৃত অভিযুক্ত অখিলেশ কুমারের চাঞ্চল্যকর স্বীকারোক্তি । নিট-এর একদিন আগে প্রশ্নপত্রের সঙ্গে উত্তর মিলেছিল, দাবি অখিলেশের । গোটা বিষয়টি ৪০ লক্ষ টাকায় রফা হয়েছিল বলে দাবি ধৃত অখিলেশের । নিটে উত্তীর্ণ হলে ওই টাকা দিতে হবে বলে জানিয়েছিল সিকন্দর, দাবি অখিলেশের । কোটায় থেকে ছেলে নিট-এর প্রস্তুতি নিচ্ছিল বলে জানিয়েছেন অখিলেশ
বছর দেড়েক আগে, শিক্ষা-দুর্নীতির আবহে, এ রাজ্য়ে তোলপাড় ফেলে দিয়েছিল এই একটা শব্দবন্ধ। এবার শিক্ষা সংক্রান্ত আরেক দুর্নীতিতে সেই সাদা খাতার কথাই শোনা গেল ২ হাজার কিলোমিটার দূরে বিজেপি শাসিত গুজরাতে। অভিযোগ, তৃণমূল শাসিত বাংলায় এরকম খালি OMR বা সাদা খাতা জমা দিয়ে স্কুল শিক্ষকের চাকরি হয়েছিল বহু অযোগ্য় প্রার্থীর। এবার গুজরাতেও ঠিক একইভাবে সাদা খাতা দিয়ে, ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা NEET-এ সুযোগ দেওয়ার চাঞ্চল্য়কর অভিযোগ উঠেছে।