NEET Scam : NEET-এ প্রশ্নফাঁস মামলায় পটনায় সিবিআই-এর হাতে গ্রেফতার আরও ২ | ABP Ananda Live
ABP Ananda LIVE : NEET-এ প্রশ্নফাঁস মামলায় সিবিআই-এর হাতে ফের গ্রেফতারি। পাটনা থেকে আরও ২ জনকে গ্রেফতার করল CBI। ধৃত মণীশ প্রকাশ এবং আশুতোষ। সিবিআই সূত্রে দাবি করা হচ্ছে প্রশ্নফাঁসে সরাসরি যুক্ত তাঁরা।
এখানে বেআইনি কাজটাই যেন নিয়ম। আর তাই, বেআইনি কারবারের চুক্তিপত্র করা হত আইনি স্ট্যাম্প পেপারে। NEET-এর প্রশ্নফাঁসের অভিযোগ ঘিরে যখন দেশজুড়ে তোলপাড় চলছে...তখন, NEET-এর প্রশ্নফাঁস মামলার মাস্টারমাইন্ড সঞ্জীব মুখিয়া সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য উঠে এল CBIএর হাতে। সূত্রের দাবি, রীতিমতো চুক্তি করে প্রশ্ন বিক্রির কারবার করতেন সঞ্জীব। পড়ুয়াদের সঙ্গে ৩০ থেকে ৪০ লক্ষ টাকায় রফা হত। এরপর, হাজার টাকার স্ট্যাম্প পেপারে তৈরি হত চুক্তিপত্র। সেখানে স্পষ্ট করে লেখা থাকত যাবতীয় শর্তাবলী। অ্যাডভান্স কত টাকা দিতে হবে? পরীক্ষার আগে কত টাকা দিতে হবে? ফল প্রকাশের পরে কত টাকা দিতে হবে? সব লেখা থাকত সেই চুক্তিপত্রে। পরীক্ষায় সফল হলে কত টাকা দিতে হবে, আর না হলেই বা কী করতে হবে, তা লেখা চুক্তিপত্রে। শুধু তাই নয়। চুক্তিপত্রে সই থাকত সঞ্জীব মুখিয়া এবং প্রশ্ন কিনতে ইচ্ছুক পড়ুয়ার।