NEET Controversy: নিট প্রশ্নফাঁস মামলায় তিন ডাক্তারি পড়ুয়াকে হেফাজতে নিল সিবিআই। ABP Ananda Live

NEET Scam: 'পরীক্ষার পবিত্রতা নষ্ট হয়েছে, এর যথার্থ প্রমাণ থাকলে তবেই ফের পরীক্ষা'। 'কেউ প্রশ্নফাঁস করে থাকলে তাঁর উদ্দেশ্য শুধু পরীক্ষা ব্যবস্থার বদনাম করা নয়'। 'অর্থ উপার্জনই ছিল আসল উদ্দেশ্য, এটা স্পষ্ট হয়ে গেছে'। নিট মামলার শুনানিতে মন্তব্য সুপ্রিম কোর্টের। নিট প্রশ্নফাঁস মামলায় চারজনকে হেফাজতে নিল সিবিআই। এই চারজনই ডাক্তারি পড়ুয়া বলে জানা গেছে। তাদের ঘর সিল করে দেওয়া হয়েছে। বুধবার রাতে এই ৩ চিকিৎসক পড়ুয়াকে হেফাজতে নেয় সিবিআই। এই পড়ুয়ারা ২০২১ সালে ডাক্তারি পড়তে ঢোকেন। ৩ ডাক্তারি পড়ুয়ার ঘর সিল করে দেওয়া হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে তিনজনের মোবাইল এবং ল্যাপটপ। পরীক্ষা মাফিয়া এই তিনজনকে দিয়ে প্রশ্নের উত্তর লিখিয়ে নেয় বলে দাবি সিবিআইয়ের। তারপর সেই উত্তরপত্র পরীক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া হয়, সন্দেহ সিবিআই-এর, খবর সূত্রের।  

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola