NEET Scam News: প্রশ্ন ফাঁস, এবার UGC NET-এর পর এবার NEET-UG তদন্তে CBI | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: প্রশ্ন ফাঁস, এবার NEET-UG তদন্তে CBI। UGC NET-এর পর এবার NEET-UG তদন্তে CBI। নতুন আইনে NEET-UG কেলেঙ্কারির তদন্তে CBI। ৫ মে হয়েছিল NEET-UG এন্ট্রান্স, ৪ জুন রেজাল্ট। লক্ষ লক্ষ টাকায় প্রশ্ন ফাঁস, কেলেঙ্কারির তদন্তে CBI। পরীক্ষার্থীদের কথা ভেবেই CBI, জানাল কেন্দ্র।
'ভোট লুঠ করতে আসলে তিন হাত ডাণ্ডা দিয়ে মালাই চাকি ভেঙে দিতে হবে। পুলিশ দালালি করলে বাগদা থানায় তালা লাগিয়ে দেওয়া হবে', হুঁশিয়ারি বিজেপির জেলা সভাপতির। বাগদায় উপনির্বাচন উপলক্ষে বাগদার হেলেঞ্চায় কর্মীসভায় আসেন বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতির দেবদাস মণ্ডল। কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের পাশে দাঁড়িয়ে আবারও বিস্ফোরক বক্তব্য রাখেন দেবদাস। দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, 'ভোট লুঠ করতে এলে তিন হাত ডান্ডা দিয়ে মালাই চাকি ভেঙে দিতে হবে। পুলিশ দালালি করলে, বাগদা থানায় তালা দিয়ে দেওয়ার', হুঁশিয়ারি জেলা বিজেপি সভাপতি দেবদাস মণ্ডলের ।