NEET Scam: পরীক্ষার আগে পড়ুয়াদের হস্টেলে প্রশ্ন বিলি! ষড়যন্ত্রের কথা টের পাননি দাবি বাড়ির মালিকের
ABP Ananda Live: প্রশ্নফাঁস কাণ্ডের মাস্টারমাইন্ড অমিত আনন্দর ফ্ল্যাটে মিলল বেশ কিছু ব্যাঙ্কেরএটিএম কার্ড। অমিত আনন্দর ফ্ল্যাটে মিলেছে বেশ কিছু ব্যাঙ্কের পাসবুকও। অ্য়াকাউন্ট নম্বর লেখা বেশ কিছু চেকও মিলেছে অমিত আনন্দর ফ্ল্যাটে, খবর সূত্রের। মিলেছে প্যান কার্ড, আধার কার্ড, স্কুল সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স, অ্যাডমিট কার্ড। উল্লেখ্য়, প্রশ্নফাঁস কাণ্ডে তদন্তে জোর সিবিআইয়ের। বিহারের পাটনা ও ঝাড়কণ্ডের দেওঘরে ধৃতদের আজ আদালতে পেশ। মোট ১৯ জন অভিযুক্তকে আজ পেশ করা হবে আদালতে। সবাইকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। এনটিএ আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। পরীক্ষার সঙ্গে যুক্ত আধিকারিকদেরও জিজ্ঞাসাবাদের আওতায় আনতে চায় সিবিআই। পরীক্ষার আগে পড়ুয়াদের হস্টেলে বসে প্রশ্ন বিলি! ষড়যন্ত্রের কথা টেরই পাননি বলে দাবি বাড়ির মালিকের।
Tags :
UGC NET Exam Ugc Net 2024 Exam Cancelled Ugc Net Exam Cancelled News Ugc Net Exam Postponed Ugc Net Exam Cancel Ugc Net Exam Update Ugc Net Exam Schedule Ugc Net Exam Cancelled Neet Ug 2024 Row