Chok Bhanga Chota: কত দূর ছড়িয়ে নিটের প্রশ্নফাঁস-চক্রের জাল? FIR রুজু করে তদন্তে সিবিআই।
NEET Scam: কত দূর ছড়িয়ে নিটের (NEET Scam) প্রশ্নফাঁস-চক্রের জাল? FIR রুজু করে তদন্তে সিবিআই (CBI)। বৃহত্তর ষড়যন্ত্রের তদন্তে বিশেষ দল গঠন সিবিআইয়ের। বিহারের পাটনা ও গুজরাতের গোধরায় যাচ্ছে সিবিআইয়ের স্পেশাল টিম। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের লিখিত অভিযোগের প্রেক্ষিতে এফআইআর সিবিআইয়ের। প্রতারণা, বিশ্বাসভঙ্গ, অপরাধমূলক ষড়যন্ত্রের ধারায় মামলা রুজু কেন্দ্রীয় এজেন্সির। 'নিট নিয়ে কিছু রাজ্যে কয়েকটি বিচ্ছিন্ন অভিযোগ সামনে এসেছে'। 'কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অভিযোগের প্রেক্ষিতে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে'। 'সরকারি আধিকারিকদের ভূমিকাও তদন্ত করে দেখার অনুরোধ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের'। প্রশ্নফাঁসকাণ্ডের তদন্তে নেমে প্রেস বিবৃতি সিবিআইয়ের। এনটিএ (NTA) আধিকারিকদেরও জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই: সূত্র। পরীক্ষার সঙ্গে যুক্ত আধিকারিকদেরও জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই: সূত্র। এবার এনডিএ শাসিত বিহারে(bihar) সিবিআইয়ের(cbi) ওপর হামলা। ইউজিসি নেটের প্রশ্নফাঁসের তদন্তে তল্লাশির সময় হামলা। সিবিআইকে ঘিরে ধরে হামলা ২০০-৩০০ জনের।