NEET Scam Arrest: NEET-UG প্রশ্নফাঁসকাণ্ডে মহারাষ্ট্রের লাতুর থেকে প্রথম গ্রেফতার জলিল খান পাঠান | ABP Ananda LIVE

Continues below advertisement

NEET-UG প্রশ্নফাঁসকাণ্ডে মহারাষ্ট্র থেকে প্রথম গ্রেফতার। লাতুর থেকে ধৃতের নাম জলিল খান পাঠান। ৩ শিক্ষক সহ ৪ জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে প্রতারণা ও অপরাধমূলক ষড়যন্ত্রের ধারায় মামলা রুজু। দুই শিক্ষককে জিজ্ঞাসাবাদ করেছে মহারাষ্ট্র পুলিশের সন্ত্রাসদমন শাখা। NEET-UG প্রশ্নফাঁসকাণ্ডে তদন্ত শুরু করেছে CBI-ও। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের লিখিত অভিযোগের প্রেক্ষিতে শুরু হয়েছে তদন্ত। IPC ৪২০ ও ১২০ (বি) ধারায় মামলা রুজু করছে CBI. পাটনা ও গোধরায় পাঠানো হয়েছে স্পেশাল টিম। 'কেউ যেন বাদ না যায়, সব অভিযোগের তদন্ত করতে হবে। CBI-কে নির্দেশ দিয়েছে শিক্ষামন্ত্রক', খবর সূত্রের। খতিয়ে দেখতে হবে পরীক্ষা পরিচালনা ও বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত সরকারি কর্মীদের ভূমিকাও। 

অষ্টাদশ লোকসভার শুরুতেই প্রশ্নফাঁসকাণ্ডে চাপে মোদি সরকার। প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর শপথের সময়ও নিট-নিট চিৎকার বিরোধীদের। সংসদের বাইরেও বিক্ষোভ বিরোধী জোট ইন্ডিয়ার। যন্তরমন্তরে আজও বিক্ষোভ কংগ্রেসের। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram