NEET Controversy: প্রশ্নফাঁস কাণ্ডের মাস্টারমাইন্ড সিকন্দরের কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ।
NEET Scam: সিকন্দর যাদবেন্দু। দানাপুর পুরসভার জুনিয়র ইঞ্জিনিয়র। প্রশ্নফাঁস কাণ্ডের মাস্টারমাইন্ড। পাটনা শহর জুড়ে ছড়িয়ে তাঁর প্রচুর সম্পত্তি। সিকন্দরের বাংলোর সামনের ছবি তুলে ধরেছেন প্রতিনিধি শশাঙ্ক। পরীক্ষার আগে পড়ুয়াদের হস্টেলে বসে প্রশ্ন বিলি! উত্তর মুখস্থ করিয়ে পরীক্ষা দিতে যাওয়ার আগে ছাদে সব প্রশ্নপত্র জড়ো করে আগুন। এবিপি আনন্দর অন্তর্তদন্তে চাঞ্চল্যকর তথ্য। বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশের পর এবার প্রশ্নফাঁস কাণ্ডের জাল ছড়াল মহারাষ্ট্রেও। লাতুর থেকে এটিএসের জালে ২ সরকারি স্কুলের শিক্ষক। চলছে জিজ্ঞাসাবাদ। প্রশ্নফাঁস কাণ্ডে তদন্তে জোর সিবিআইয়ের। তদন্তের আওতায় আসতে পারেন এনটিএ আধিকারিকরাও। পাটনা, দেওঘরে ধৃত ১৯ জনকে আদালতে পেশ। ১৮ ঘণ্টা ধরে জেরা বিহার পুলিশের। প্রশ্নফাঁস কাণ্ডের মাস্টারমাইন্ড অমিত আনন্দর ফ্ল্যাটে তল্লাশি। মিলল এটিএম কার্ড, পাসবুক, চেক, প্যান ও আধার কার্ড। মিলেছে একাধিক ড্রাইভিং লাইসেন্স, অ্যাডমিট কার্ড। কাল সংসদের অধিবেশন। প্রশ্নফাঁসকাণ্ডে সরকারকে চেপে ধরতে তৈরি বিরোধীরা। বিরাট দুর্নীতি, ছাড়ব না, হুঙ্কার সুদীপের। দেখা করে গেলেন রিজিজু। দিলেন সুষ্ঠুভাবে সংসদ চালানোর। ABP Ananda Live