NEET Scam: 'হাজারিবাগে পেপার লিক, প্রভাব পাটনা পর্যন্ত', নিট প্রশ্নে জানাল শীর্ষ আদালত।

Supreme Court Of India: চলতিবছরে আর NEET নয়।  ফের NEET-এর দাবি খারিজ করে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। 'হাজারিবাগে পেপার লিক, প্রভাব পাটনা পর্যন্ত'। 'প্রশ্নফাঁসের সুবিধাভোগী হাজারিবাগ, পাটনায় ১৫৫জন পরীক্ষার্থী'। সিবিআইয়ের তথ্য সামনে রেখে জানাল সুপ্রিম কোর্ট। 'ফের পরীক্ষা হলে অসুবিধায় পড়বেন ২০ লক্ষ পরীক্ষার্থী'। 'ফের এন্ট্রান্স হলে বিপর্যন্ত হবে অ্যাকাডেমিক বছর'। ফের NEET-এর দাবি খারিজ করে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। 'পরীক্ষার পবিত্রতা পুরোপুরি নষ্ট হয়েছে, এখনই তা বলা যাবে না'। 'IIT মাদ্রাজকে দিয়ে সমীক্ষা করানো হয়েছে'। '৪ হাজার ৭৫০ কেন্দ্রে কোথায় কোথায় গন্ডগোল, জবাব চাওয়া হয়েছিল কেন্দ্রের কাছে'। 'চলতি বছরের পরিসংখ্যানের সঙ্গে গত ৩ বছরের পরিসংখ্যান মিলিয়ে দেখা হয়েছে। ব্যাপক কেলেঙ্কারি হয়েছে, এখনই এটা বলা যাবে না: সুপ্রিম কোর্ট। ABP Ananda Live  

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola