NeoCov: নিওকোভের মিউটেশন হলে প্রতি ৩ জনের মধ্যে একজনের মৃত্যুর আশঙ্কা?|Bangla News

Continues below advertisement

ওমিক্রন-আতঙ্কের মধ্যেই উদ্বেগ বাড়াল করোনার নতুন প্রজাতি ‘নিওকোভ’। মানব দেহে মিউটেশনের জন্য ঠিক একধাপ আগে ভাইরাস। মানব শরীরে ছড়িয়ে পড়লে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে নিওকোভ। নিওকোভের মিউটেশন হলে ৩জনের মধ্যে একজনের মৃত্যুর আশঙ্কা। দক্ষিণ আফ্রিকায় বাদুড়ের শরীরে সন্ধান পাওয়ার দাবি চিনের বিজ্ঞানীদের। উহানের একটি ওয়েবসাইটেও প্রকাশিত হয়েছে এই সংক্রান্ত গবেষণাপত্র। রাশিয়ার ভেক্টর রাশিয়ান স্টেট রিসার্চ সেন্টারেও এবিষয়ে বিবৃতি জারি। নিওকোভ সম্পর্কে চিনা গবেষকরা যে তথ্য পেয়েছেন তা খতিয়ে দেখা হচ্ছে। করোনার এই নতুন প্রজাতি নিয়ে এখনই চিন্তার কিছু নেই। এ নিয়ে আরও বিস্তারিত গবেষণা প্রয়োজন। জানিয়েছেন রাশিয়ান স্টেট রিসার্চ সেন্টারের বিজ্ঞানীরা: এএনআই।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram