Nepal News: কাঠমাণ্ডুগামী উড়ানে বিপত্তি। উড়ানে কারিগরি ত্রুটি, ক্ষোভে ফেটে পড়লেন বিমানযাত্রীরা

ABP Ananda Live: কাঠমাণ্ডুগামী উড়ানে বিপত্তি। স্পাইসজেটের উড়ানে কারিগরি ত্রুটি। উড়ানের ঠিক আগে রানওয়েতে থেমে গেল বিমান। AC ছাড়াই বহুক্ষণ বিমানের ভিতরে আটকে থাকতে হল যাত্রীদের। বিমানের ভিতর ক্ষোভে ফেটে পড়লেন বিমানযাত্রীরা।আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল।অন্তর্বর্তী প্রধানমন্ত্রী পদে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সুশীলা কারকিকে সমর্থন জানিয়েছেন কাঠমাণ্ডুর মেয়র বালেন শাহ। জেন Z-র তরফে সুশীলা কারকি ছাড়া প্রাক্তন আমলা কুলমান ঘিসিংয়ের নামেও সিলমোহর পড়েছে।রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেলের ভূমিকা ঘিরে তৈরি হয়েছে জল্পনা। বেকারত্ব, দুর্নীতির অভিযোগে গণবিদ্রোহের আগুনে নেপালে সংসদ ভবন পুড়েছে। জ্বালিয়ে দেওয়া হয়েছে পদত্যাগী প্রধানমন্ত্রী KP শর্মা ওলি-সহ একাধিক মন্ত্রীর বাড়ি। অশান্ত গৌতম বুদ্ধের দেশ। নেপালের শাসনভার আপাতত সেনার হাতে। কাঠমাণ্ডুতে সেনার সদর দফতরের সামনে হাজির।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola