করোনা রোগী ভর্তির সময়ে ৫০ হাজার টাকার বেশি নেওয়া যাবে না, নির্দেশিকা স্বাস্থ্য কমিশনের
Continues below advertisement
করোনা নিয়ে ফের অ্যাডভাইসারি স্বাস্থ্য কমিশনের। ভর্তির সময়ে ৫০ হাজার টাকার বেশি নেওয়া যাবে না। সম্ভাব্য খরচের ২০% বেশি নেওয়া যাবে না। রোগীকে তৎক্ষণাৎ ভর্তি নিয়ে চিকিৎসা দিতে হবে, অগ্রিম দিতে না পারলে ১২ ঘণ্টা সময় দিতে হবে। ১২ ঘণ্টার মধ্যে পরিবার টাকা জোগাড়ে ব্যর্থ হলে, সেক্ষেত্রে পরের ১ ঘণ্টায় রোগীকে ছাড়তে পারে হাসপাতাল। হাসপাতালে রোগীর টেস্টে ২ হাজার টাকার বেশি খরচ হলে, সেক্ষেত্রে আগাম লিখিত ভাবে রোগীর পরিবারকে দিতে হবে। কোনো পরীক্ষা বারবার হলে লিখিতভাবে জানাতে হবে তার কারণ। তবে জরুরিভিত্তিক চিকিৎসায় এই বিষয়গুলির বাধ্যবাধকতা থাকবে না।
Continues below advertisement
Tags :
Advance Money COVID Test Coronavirus Treatment Guidelines ABP Live Health Commission COVID Abp Ananda Coronavirus Covid-19