NEET Scam: নিট প্রশ্নফাঁস কাণ্ডে নতুন তথ্য, পাটনায় উদ্ধার পোড়া প্রশ্নপত্র থেকে মিলেছে!

Continues below advertisement

নিট প্রশ্নফাঁস কাণ্ডে নতুন তথ্য। ঝাড়খণ্ডের হাজারিবাগের এক কেন্দ্র থেকে ফাঁস হয়েছিল নিট প্রশ্নপত্র, খবর সূত্রের। পাটনায় উদ্ধার পোড়া প্রশ্নপত্র থেকে মিলেছে এই তথ্য, খবর সূত্রের। ঝাড়খণ্ডে গাড়িতে করে পালানোর সময় কয়েকজন সন্দেহভাজনকে আটক করে রাজ্য পুলিশ। তাদেরকে জিজ্ঞাসাবাদে মিলেছে বেশ কিছু তথ্য, জানিয়েছে ঝাড়খণ্ড পুলিশ।     

নিট ও নেট নিয়ে তোলপাড়ের মাঝেই প্রশ্নফাঁসকাণ্ডে শুক্রবার রাত থেকেই নয়া আইন লাগু করল কেন্দ্রীয় সরকার। এই মর্মে জারি করা হল বিজ্ঞপ্তি। নতুন আইনে উল্লেখ করা হয়েছে ১৫ টি বিষয়। এই ১৫ টির মধ্য়ে যে কোনও একটি কাজে যুক্ত থাকলেই যেতে হতে পারে জেলে। সর্বনিম্ন ৫ বছর থেকে সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত হতে পারে জেল। জরিমানা হতে পারে সর্বোচ্চ ১ কোটি টাকা। পরীক্ষার আগে প্রশ্নপত্র বা উত্তর ফাঁস করলে, প্রশ্নপত্র ফাঁসে অন্য কারও সঙ্গে যুক্ত হলে, কোনও অধিকার ছাড়াই প্রশ্নপত্র বা ওএমআর শিট নিজের কাছে রাখলে নেওয়া হবে কড়া ব্যবস্থা। যে কোনও পরীক্ষায় পরীক্ষার্থীকে প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষভাবে উত্তর লিখতে সাহায্য করলেও নতুন আইনে থাকছে কঠোর সংস্থান। ভুয়ো পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হলে, ভুয়ো অ্যাডমিট কার্ড ইস্যু করলে বা ভুয়ো অফার লেটার ইস্যু করলেও নতুন আইনে থাকছে কড়া ব্যবস্থা নেওয়ার সংস্থান। কোনও সংগঠিত গ্যাং অথবা কোনও প্রতিষ্ঠানের অসাধু উপায়ে আর্থিক লাভবান হওয়া রুখতেই লাগু করা হল লোক পরীক্ষা আইন ২০২৪। ফেব্রুয়ারি মাসেই পাস হয়ে যাওয়ার পর, ২১ শে জুন অর্থাৎ শুক্রবার থেকে লাগু করা হল নয়া আইন।                                                                     

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram