Parliament Special Session: 'সেন্ট্রাল ভিস্তা' প্রকল্পের আওতায় তৈরি নতুন সংসদভবন
উদ্বোধন হয়ে গিয়েছিল আগেই। আনুষ্ঠানিক সিলমোহর পড়ল এবার। 'সেন্ট্রাল ভিস্তা' প্রকল্পের আওতায় তৈরি নতুন সংসদভবন, আনুষ্ঠানিক ভাবে দেশের সংসদভবন ঘোষিত হল। মঙ্গলবার সেখানেই সংসদের বিশেষ অধিবেশন বসছে। রাজ্যসভা এবং লোকসভা, দুই কক্ষেরই অধিবেশন আজ স্থানান্তরিত হবে নব নির্মিত সংসদ ভবনে। তার আগে সকালে সাংসদদের নিয়ে ফোটোশ্যুটও হয়ে গেল। সাংসদদের সঙ্গে ওই ফোটোশ্যুটে অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়, লোকসভার স্পিকার ওম বিড়লা। বিরোধীরাও সকাল সকাল নয়া সংসদভবনে পৌঁছন। রাহুল গাঁধী, মল্লিকার্জুন খড়্গে, সুপ্রিয়া সুলেদের দেখা যায় সেখানে।
এদিন সকাল ১১টায় সেন্ট্রাল হলে বিশেষ অধিবেশনও রয়েছে। এর পর সংবিধানের একটি অনুলিপি নিয়ে পুরনো সংসদ ভবন থেকে নতুন সংসদ ভবনের দিকে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁকে অনুসরণ করবেন এনডিএ সাংসদরা। দুপুর ১টা বেজে ১৫ থেকে শুরু হবে লোকসভার অধিবেশন। দুপুর ২টো বেজে ১৫ থেকে অধিবেশন শুরু হবে রাজ্য়সভার।
সূত্রের খবর, আজ সংসদে পেশ হতে পারে মহিলা সংরক্ষণ বিল। গতকালই বিলটিকে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। মন্ত্রিসভার পদক্ষেপকে স্বাগত জানিয়েছে কংগ্রেস। প্রায় ১৮০টি লোকসভার আসন বাড়ানো নিয়ে চিন্তা ভাবনা চলছে বলেও সূত্রের খবর।
লোকসভা সেক্রেট্যারিয়টের তরফে বিজ্ঞপ্তি জারি করে নয়া সংসদভবনের সরকারি স্বীকৃতিপ্রাপ্তির কথা জানানো হয়েছে। যুগ্ম সচিব সিদ্ধার্থ মহাজন স্বাক্ষর করেছেন তাতে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,নয়াদিল্লিতে পূরনো সংসদভবনের পূর্ব দিকে ১১৮ নম্বর প্লটের সংসদভবনকে আনুষ্ঠানিক ভাবে ভারতের সংসদভবন ঘোষণা করা হল।
পুরনো সংসদভবনটি নির্মিত হয়েছিল ১৯২৭ সালে। স্বাধীনতাপ্রাপ্তিতে সেখান থেকেই মধ্যরাতের ভাষণ দেন জওহরলাল নেহরু। দেশের সংবিধানও গৃহীত হয় সেখানেই। ওই সংসদভবনে জায়গা কম পড়ছিল দাবি উঠছিল দীর্ঘদিন ধরেই। তাতেই 'সেন্ট্রাল ভিস্তা' প্রকল্পে নয়া সংসদভবন নির্মাণের সিদ্ধান্ত নেয় মোদি সরকার। যদিও সেই নিয়েও বিতর্কের শেষ নেই। নির্মাণের বরাতপ্রাপ্ত সংস্থার চয়ন থেকে কোটি কোটি টাকার খরচ, প্রশ্নের মুখে পড়েছে মোদি সরকার।